উনি- তো’শিলদার!
এই শহরের জায়গা-জমি
সবই ভাবেন তার!

কায়দা করে ফয়দা লোটেন
কেবল কাসুন্দিটাই ঘোটেন
নিজে নিজে ভেজাল করে-
ভাঙ্গেন লোকের ঘাড়!
হাতেরও খান পাতেরও খান
খেয়ে খেয়ে আবারও চান
চাহিদা তার হয় না পূরণ-
লক্ষ্য বেসুমার!

ওনার যতো  চামচা-চ্যালা,
তারাও খেলে একই খেলা!
নামে-দাগে  ভুলটা করে-
বাড়াচ্ছে রোজগার!
দলিলে যা পরচাতে নেই,
ভুল ওদের, খরচাতে নেই!
সংশোধনটা করতে যাবেন-
টাকাটা দরকার!
============================================
প্রকাশিত : রূপান্তর প্রতিদিন, যশোর, বাংলাদেশ।
https://www.erupantorprotidin.com/paper/2024/05/24/1