সেই তো কবি জগৎ ছবি
দীপ্তজ্ঞানের ফুল
নির্যাতিত অসহায়ের
নির্ভরতার কুল,
তিনি-
কবি নজরুল!

কণ্ঠে নাচে বজ্র-নিনাদ
বাতাস উড়ায় ধুল
শোষক খুঁজে পায় না ঘাঁটি
কাঁপায় ওদের মূল
তিনি-
কবি নজরুল!

স্বদেশ মাতার মলিন বদন
ফোটায় বুকে হুল
ঝাট দিয়ে দেয় সমাজ থেকে
অসংগতির ঝুল
তিনি-
কবি নজরুল!