খাইতাছোৎ খা মনের সুখে
সব খাইয়া ফালা
নাহ! কমু না কারোর কাছে
ঠোঁটে দিছি তালা।
বাজার খা- হাট খা
লোকের দোকানপাট খা
নদী নালা ঘাট খা
খেলাধুলার মাঠ খা
বলটু সমেত নাট খা
ব্রীজ ও কালভার্ট খা।
তোরা এখন খাওয়ার মেশিন
যেমুন খুশি চালা
নাহ! কমু না কারোর কাছে
ঠোঁটে দিছি তালা।
ধান গম চাল খা
তেল খা ডাল খা
গিরস্থের হাল খা
তিতা মিঠা ঝাল খা
গাছ খা ঠাল খা
সরকারী সব মাল খা।
যত ইচ্ছা তত খাইয়া-
কমা পেটের জ্বালা
নাহ! কমু না কারোর কাছে
ঠোঁটে দিছি তালা।
পাহাড় খা বন খা
জাতির গুপ্তধন খা
কেজি খা টন খা
সাধারণের মন খা
দিন তারিখ সন খা
অপ্রিয় সব জন খা।
চাচা জেঠা ভাই খা
সংগে শ্বশুড়-শালা
নাহ! কমু না কারোর কাছে
ঠোঁটে দিছি তালা।