আমি এখন ঠ্যাটার ঠ্যাটা...
খুব সহজে নড়ি না
জমি-জিরাত নিচ্ছে জেঠা
তাতেও ভয় করি না!

লড়াই বড়াই সব ছেড়েছি
অস্ত্র হাতে ধরি না
হাতি ঘোড়া সব মেরেছি
ইঁদুর দেখে ডরি না।

যৎ সামান্য আয়েই খুশি
পরের দেখে মরি না
নিজের খেয়ে নিজে বাঁচি
কারো পায়ে পড়ি না!