মন যা চায় করবি
নিজের মত লড়বি
খাল কেটে মাঠ ভরবি
না হয়-
মাঠ কেটে খাল গড়বি
ঝুট ঝামেলা নাই-
আমার শুধু ১০%
কমিশনটা চাই।
যখন যেমন চাবি
সাহায্য ঠিক পাবি
ভাত দিয়ে মাছ খাবি
না-কি
মাছ দিয়ে ভাত খাবি
তোর ইচ্ছে যাই-
আমার শুধু ১০%
কমিশনটা চাই।।