ঘোরায় চাকা- মহাকাল
রাতবারোটা নতুন সাল
তেইশ পেরিয়ে চব্বিশ-
হোক সে মানবতার ঢাল!
বিপদ-আপদ দূরে ঠেলে
সম্ভবনার- প্রদীপ জ্বেলে
শান্তি পায়রা আসুক উড়ে
সফেদ দু’টি ডানা মেলে।
মুছুক হিংসা, দ্বন্দ্ব-রেষ
সাথে সকল- দুঃখ ক্লেশ
রাজনীতিতে সম্প্রীতিতে
হাসুক আমার প্রিয়দেশ!