টেকো দাদু ঘুমিয়ে ছিলেন-
রুদ্ধ ছিলো দোর;
সুযোগ বুঝে সিঁধ-কেঁটে তাই
ঢুকলো ঘরে চোর!
আঁধার ঘরে ভিমড়ি খেয়ে-
টর্চটি জ্বালে যেই,
দাদুর টাকে পড়তে আলো-
চোর হারালো খেই!
পায়না ভেবে ওপাশে ফের
টর্চটি জ্বালে কে!
ধরা পড়ে এই ভয়েতে-ই
পালিয়ে গেলো সে!
________________
২৫ জানুয়ারী ১৯৮৮, জাতীয় সংসদ ভবন, ঢাকা।