তারে হাঁটে তারিনী-
এ জীবনে তার সাথে-
আমিও তো পারিনি।

নয়টাকে- ছয় করে
ছয়টাকে বারো-
এর কথা ওর কাছে
যোগ করে আরও!

মওকাটা পেলে পরে
গুরুজীরও কান ধরে
গর্ব করেই বলে-
‘কাউকেই ছাড়িনি।’

বোকাসোকা ভাবখানা
চেহারায় মাখা-
এর ওর হাত ধরে
ডাকে মামা-কাকা।

টাকা-কড়ি চায় ধার
পেলেই পগার পার
দেখা হলে ফের বলে-
‘জোর করে কাড়িনি!’