যার দয়াতে জীবন চলে
তারে ভুলে থাকি
পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ
জেনেও দেই ফাঁকি।
মাটির গড়া এই যে দেহ
আবার হবে মাটি
যতন করে সাজাও তারে
যতই পরিপাটি
দমে দমে শেষ হবে রে
সময় যেটুক বাকি।।
দুহাত শূন্য পাপ আর পুন্য
সংগি কেবল হবে
মুনকার-নাকির ফেরেস্তাদ্বয়
হিসাব হাতে রবে
রইলিরে মন সারা জীবন
স্বার্থে মাখামাখি।।