. খাচ্ছি-
যখন যেমন পাচ্ছি।
বাজার হাট রাস্তা ঘাট
ক্ষেত খামার, খেলার মাঠ
নদীনালা ও কালভার্ট
সবই তো কামড়াচ্ছি,
খাচ্ছি।
গাচ্ছি-
যখন যেথায় যাচ্ছি!
সুখে-দুখে তার গুণগান
বজায় রাখি- সুরেলা টান
মরা-বাঁচা এ অভিযান
তার ইশারায় নাচ্ছি,
হাঁচ্ছি।