অন্ধকারে
      রুদ্ধদ্বারে
রঙবাহারে ছিলাম বেশ
টেইক ব্যাক বাংলাদেশ।

হাওয়া ভবন
       খাওয়া ভবন
পাওয়ায় কত সুখের রেশ
টেইক ব্যাক বাংলাদেশ।

দূর্নীতিদিন
       ভাবনাবিহীন
কী সীমাহীন খেলছি রেস
টেইক ব্যাক বাংলাদেশ।।