পদটা পেতে যোগ্যতা নয়
টাকার আসল দরকার,
টাকা হলেই আপনি হবেন
এমপি মন্ত্রী সরকার।
তেলের অভাব হবে না যে ,
সবাই এসে মাখবে,
বড় পদের দায়িত্ব দিতে -
কেউবা এসে ডাকবে।
টাকা দিয়ে ই মান সম্মান
যখন যেটা কিনবেন,
কারা কারা টাকার গোলাম
তাদেরকেও চিনবেন।
টাকার কাছে পদ-পদবী
ধরা যে দেয় নিত্য,
টাকায় ঘোরে এই দুনিয়া
মালিক সাজে ভৃত্য।।