টান দিলে
গান শেষ
কান যাবে কাটা
কানে হাত
দিয়ে দাও
সোজা পথে হাঁটা।
বাই বাই টা টা।।

খেতে চাও
খেয়ে যাও
এক গ্লাস মাঠা
মুখটাতে
মেরে দেই
ফেবিকল আঠা
থাকবে না ফাটা।।