এক.
নিজের ভাল নিজে বুঝি
সুযোগ খুঁজি
কেমন করে বাড়াই পুঁজি
______বাড়াই রুজি
কারটা কেড়ে
কারটা মেরে
উঠবো বেড়ে সোজাসুজি
______সুযোগ খুঁজি।
দুই.
নিত্য খাবো- চিত্ত ভরে
বেশি করে
একে ছেড়ে- ওকে ধরে
_______বিত্ত গড়ে
নীতি ঝেড়ে
প্রীতি ঝেড়ে
চিন্তা ছেড়ে- আগে পরে
_______সরে নড়ে।
তিন.
মতলব অই
ভাজছি খই
কানটা পাতো- আস্তে কই
________চাচ্ছি দই।
নিজে ভালো
জগত আলো
নিত্য অভাব কতোই সই
একটু এবার- উল্টো হই।।