সূর্যিমামা_ সূর্যিমামা_
কই লুকালে তুমি?
মাঘের শীতে অবনীতে
কাঁপছে দেহ-ভূমি!

আমার মত কত শত
দুখের সারি গায়
শীতের জালে সাত সকালে
তোমার পরশ চায়।

সূর্যিমামা_ সূর্যিমামা_
জামা-জুতো নাই
মাঘের শীতে স্বস্তি নিতে
তোমার সোহাগ চাই।।