আশায় থাকি- বাসায় থাকি-
যাই না কোন তর্কে;
ঘোল-ই না হয় চাখবো শেষে
খাক না ওরা শরকে!
এই দুনিয়ায় সবাই আপন-
বলুন তো ভাই পর কে?
আসবে সুদিন ভাসবো সুখে
তিড়িং বিড়িং নাচবো
পাকার সাথে পাকবো যেমন
কাঁচার সাথে কাঁচবো
যখন যেমন খেয়াল-খুশী
তেমন সাজে সাজবো!!