বাঘ এসেছে! বাঘ এসেছে!
হঠাৎ সাড়া পড়লো পাড়ায়
ছুটলো সবাই দিক-বিদিকে
সাহস করে কে আর দাঁড়ায়!
প্রাণ বাঁচাতে-ই তড়ি-ঘড়ি
কেউ বা তালের গাছে চড়ে
কেউ বা গিয়ে ওঠেন ছাদে
খিল এঁটে দেয় কেউবা ঘরে!
দাওয়ায় শুয়ে টানছিল শ্বাস
এ্যাজমা রোগে রহিম কাকা
চোখ ফেরাতেই দেখা গেল
বিছানা তার পুরাই ফাঁকা।
আন্না কাকি কান্না জোড়ে
খবরটা তার কানে দিলে
“কই গেলিরে ঝন্টু-মন্টু
বাঘটা বুঝি খাবে গিলে।”
সবার শেষে জানতে পেলুম
শ্রী নিলয় বাগ এসছে পাড়ায়
বাগকে কে বা বাঘ বলেছে
আতংক তাই মাত্রা ছাড়ায়।