বেশ দিয়েছো গালি
ধন্য ধন্য
গালির জন্য-
দিচ্ছি করতালি
এই না হলে সংস্কারক
এই না হলে মালি?
শুনেই এমন শোর
সাধু সাধু
বলছে দাদু-
আছে তোমার জোর
এদেশে আর জন্মাবে না
একটা সিঁদেল চোর!
আমরা বাঙাল জাতি
শুধু পারি
চুরিচামারি
এবং রাতারাতি-
আপন গুণে হয়ে উঠি
ইঁদুর থেকে হাতি!