“সংখ্যালঘু” বলে আমায়-
কেন ঠেলো দূরে?
আমি যে এই মাটির শিশু
এ দেশ হৃদয় জুড়ে!

ভালোবাসি- মেঘের রাশি
আকাশ বাতাস মাটি
সাগর পাহাড় ঝরণা নদীর
রূপের পরিপাটি!

এই দেশটাই প্রিয় আমার
প্রিয় বাংলা ভাষা
এই মাটিতেই উঠবো বেড়ে
মনের বড়ো আশা।

কেন করো শ্রেণি-বিভেদ
কিসে কম আর বেশি
কী ক্ষতি হয় আমি হলে-
শুধুই- বাংলাদেশী?

https://www.facebook.com/share/p/15TZL5pqpQ/