ঝম্ ঝমা ঝম্ বৃষ্টি
কী- অপরূপ সৃষ্টি
খোকার হাসি মিষ্টি
দেখতে এলো ইষ্টি

ইষ্টি মুখে মিষ্টি পান
উঠানজুড়ে নতুন ধান
ঘর-দুয়ারে মম ঘ্রাণ
মায়েরকোলে-
সোনার.........চাঁন!