চাকরি এখন সোনার হরিণ
যায়না তারে ধরা
যতই তোমার ডিগ্রী থাকুক
যতই লেখাপড়া।
যতই থাকুক বাহ্যিক জ্ঞান
দেশ বিদেশের নানা
যতই তুমি পাশ করে যাও
পরীক্ষাতে টানা।
যতই থাকুম মামা-কাকা
অথবা দুলাভাই
চাকরি পেতে দশ/বিশ লাখ
নগদ টাকা-ই চাই
নগদ টাকায় যোগ্যতাটা
হচ্ছে এখন মাপা
ভুক্তভোগী সবাই বোঝেন
মারছি নাতো চাপা।
https://www.facebook.com/photo/?fbid=3350613225069251&set=a.200815450049060