আমরা বাঙাল স্বভাবকাঙাল
মুখে কথার খই
পায়ের তলে মানিক জ্বলে
উর্ধে চেয়ে রই।

হিসাব বুঝে- স্বার্থ খুঁজে
ভালো মানুষ হই
আরও আছে তুলে গাছে
সরিয়ে নেই মই।

ভাইকে ঠেলে গর্তে ফেলে
নিজে সুযোগ লই
যাহার ফলে চোখের জলে
দুঃখের বোঝা বই।।