একটু ভালো থাকার আশায়
দিচ্ছি কেবল ফাঁকি-
আমরা এখন সুযোগ পেলে
শাক দিয়ে মাছ ঢাকি।
ছয়কে বানাই ছাব্বিশ আবার
বাইশকে বানাই বারো
ধরলে কেহ ছল-চাতুরী-
ঘাড়টা ভাঙ্গি তারও।
সূচটা হয়ে ঢুকে কোথাও
ফাল হয়ে হই বের-
স্মরণ রাখি কারোর সাথে
থাকলে কোন জের।
নিজের ভালো সবার আগে
পরের ভালো পরে-
সবাই জীবন কাটাতে চাই
একটু আয়েশ করে।
মানবতার ধার ধারি না
স্বভাবের এই গুণ
স্বার্থে টোকা লাগলে পরে
ভাইকে করি খুন।