‘ক’ বলতেই- ‘কলিকাতা’
বুঝে ফেলে- বাঙালি
হায়রে জ্ঞানি কাঙালি
এমন জ্ঞানের বহর দিয়া
নিজেরে কই টাঙ্গালি?
ভাঙলি? নাকি ভাঙালি?
অদ্যাক্ষর ‘ক’ দিয়া যায়
কত্তকিছু লেখনি-
উপমা দেই এখনি
কদম, কলম, কলা, কচু
বানানগুলি দেখনি?
নাকি তুমি শেখনি?
স্বল্প জ্ঞানের অল্প আঁচেই
দেশটা পুরো কাঁপাচ্ছো
অতো কেন লাফাচ্ছো?
ভুলটা যখন বুঝতে পারো
অন্যকে দোষ চাপাচ্ছো
স্বভাব গুণে হাঁপাচ্ছো?