তোমার আমার মত বিরোধ
থাকতে পারে, বেশ
কিন্তু মনে রাখতে হবে
সবার আগে দেশ।
দেশ ভালো তো আমরা ভালো
পিঠ ও বুকের চামড়া ভালো
শেষ কথা এই শেষ।
দেশটা ভাসে বানের জলে
ফন্দী কীসের তলে তলে?
হিংসা ঘৃণার রেশ?
ঝেড়ে ফেলো_ চিন্তা বাজে
হাতটা লাগাও দেশের কাজে
মুছো দুখির ক্লেশ।