শুনছি না কিছু...
কে বা হলো খুন
কার বাড়িতে কে দিলো যে আগুন?
কোন মেয়ে হলো অপহরণের শিকার?
খোলা রয়েছে...
আইনের সব চোখ-
ভ্রান্তি ছড়ায় আছে কিছু কিছু লোক
ধরলে চলে না, কোন পাগলের বিকার!
খুন যে হলো...
আসবে কী সে আর?
আগুন দিয়ে অপরাধী পগার পার
অপহৃত যে- বিহিত করো গে নিকা'র!
শান্তিতে আছি...
একটু থাকতে চাই
কোর্ট-কাচারি করে কিছু লাভ নাই
বাড়ি ফিরে যাও, গিলে এককাপ লিকার!