দৌঁড়ে এসে বললো গবু-
শুনছো খবর বাবা?
এই দেশটার উপর নাকি
পড়ছে রাহুর থাবা!

জিনিসপাতির মূল্য বেশি
হোক সে ফরেন কিংবা দেশি
যায় না পাওয়া আগের মত
যখন যেটা চাবা!

বাড়ছে খরচ আগের চেয়ে
আসছে অভাব আরো ধেয়ে
কেমন কইরা বাঁচবো মানুষ
যায় না মোটে ভাবা!