ভালোবাসার প্রকাশে কি-
দিন তারিখ সন লাগে?
নাকি- শুভক্ষণ লাগে?
আমি জানি- ওটার জন্য
শুধু একটা মন লাগে।
মানবতা দেখাইতে কি-
অনেক অনেক ধন লাগে?
নাকি- কোন পণ লাগে?
পথের ধারে ধুকছে যে জন
ভাবো আপন জন লাগে
মনে রেখো ভালো কাজের-
জন্য ভালো মন লাগে।।