বরষা শেষে শরৎ আসে
ষড়ঋতুর যানে-
সকাল হলে মনটা ভরে
শিউলি ফুলের ঘ্রাণে।
আকাশ গাঙে কাপাস তুলোর
নৌকা ভেসে চলে-
কাঁচা রোদে শিশির কণা
মানিক হয়ে জ্বলে।
বিলে-ঝিলি শাপলা ফোটে
পদ্ম ফোটে সাথে
গগন জুড়ে লক্ষ তারার
বাজার বসে রাতে।
কাশের বনে দখিন হাওয়া
সহসা দেয় দোল
বেজে ওঠে দুর্গা দেবীর
আগমনের ঢোল।
ছড়িয়ে দিয়ে খুশির আমেজ
বােজ খুিশর বীন
শরৎ হলো বাংলা মাসের
ভাদ্র আর আশ্বিন।।