ঢাকায় এসেছি দু'চোখ বিক্রি করে
দেখি না কিছুই চারপাশে যা ঘটে
তখন- মুখের কথাই রয়েছে বটে
ভালো-মন্দ ঘটছে যা- অগোচরে।
কেউ বলল ‘কান দুটি বেচে দাও
এই বাজারে- ভালোই পাবে দাম
আমি বলি- নিয়ে নাও, নিয়ে নাও
চোখ নেই ত কান রেখে কি কাম!'
পরক্ষণে ভাবি- ‘জবান’ কেন সাথে
স্বল্প দামেই - বিক্রি করবো একে-
'জবান নেবে গো' গলিতে যাই হেঁকে
বিকি হলো তা- দিন শেষে এক রাতে।
সংগে রইলো- তখনও বিবেকবোধ
ভাবি এটা লাগে আর কিবা কামে-
অসংগতিতে জাগে না এখন ক্রোধ
নিলামে তুলে বেচেছি অল্প দামে।