নিয়ন আলোর ঝলকানিতে
দেখি কেবল ধাঁধা
বিত্ত গড়ার অভিলাসে
স্বপ্নগুলো বাঁধা।
উদয়-অস্ত পলিউশ্যনের
মধ্যে ছুটে চলা
‘ভালো আছি’ এই কথাটা
মুখে মুখেই বলা।
অভিজাত্যের অভিলাষে
কষ্ট ভাঙ্গি রোজ
ইট-পাথরের বদ্ধ ঘরে
সুখের করি খোঁজ।
খুঁজে খুঁজে প্রান্ত সীমায়
পৌঁছে গেছে পা
স্মৃতির ঘরে কাঁপন তোলে
জন্মদায়ী গাঁ।।