আল্লাহ্ তুমি দয়ার সাগর
আজ মহিমার রাত
তোমার শানে-কৃপার আশা
তুলেছি দুই হাত!
আমি পাপি, অনুতাপী-
অনেক গুনাহ্ জমা,
আজ শবেবরাত উছিলায়
করে দিও ক্ষমা!
জানি দয়াল- তুমি ছাড়া
মাবুদ কেউই নাই
মাফ করে দাও অধমেরে
তোমার নাজাত চাই!
মাওলা তুমি সবই জানো
রহম করো আজ
হেদায়েতের পথটি দেখাও
ছাড়ি পাপের কাজ!