শীতের দাপট আচ্ছা-
কাঁপছে অবোধ বাচ্চা
এ সংসারে
পথের ধারে,
বলছি কথা- সাচ্চা!

যাদের সহায় স্বল্প
তাদের পাশে অল্প
ভুলে কী জাত
বাড়ালে হাত-
পাবে বাঁচার গল্প!

নিজেই হবে- ধন্য
দুঃখী সেবার জন্য
করুণাময়-
হবে যে সয়
তুমি-ই যে অনন্য!