কর্মগুণে  উত্তম-অধম
কর্মগুণেই সেরা-
মর্মটুকু বুঝতে পেরেও
স্বার্থে থাকে ঘেরা!
কেমন প্রাণী এরা?

মানুষ সেতো মানবতায়
এদের সেটা কই?
নিবিড়ভাবে ভাবতে গিয়ে
কেবল অবাক হই!
আমরা- সেরা নই!

সেরা হলে- মারামারি
কাড়াকাড়ি কিসে?
স্বার্থ হাসিল করতে গিয়ে
অন্যকে দেই পিষে?
কেন হারাই দিশে?