নকুল কাকার বকুল গাছে
তিড়িংবিড়িং দোয়েল নাচে
টুনটুনি গায় গান-
আজকে রাতে শ্যামার বিয়ে
জমবে অনুষ্ঠান!
ময়না টিয়া ধনেশ পাখি
নিমন্ত্রণে পড়লে বাকি
থাকবে না যে মান-
পেঁচা বলে বাদ গেলে কেউ-
পড়বে কাঁটা কান!
পোকামাকড় জোগার করে
বুলবুলিটা রাঁধছে ঘরে
আহা সে কি ঘ্রাণ-
বকে খাবে পাবদা-পুঁটি
শালিক-বাবুই ধান!