শেখার অনেক কায়দা আছে
আছে অনেক ধরণ
শেখার কোন হয় না বয়স
জন্ম থেকে মরণ।
অনেক কিছুই শেখার আছে
তোমার চতুর্দিকে
হামাগুড়ি দিতে দিতেই
হাঁটেতে মানুষ শিখে।
শেখা এখন মুঠোফোনেও
একই জিনিস দেখে
ভালো কিছু শিখছে কেহ
মন্দটা কেউ শেখে।
বিবেক আছে বুদ্ধি আছে
ভালো মন্দ বুঝে
ভবিষ্যতের পথটা তুমি
নিতেই পারো খুঁজে।
তোমার জীবন তোমায় সেটা
রাখতে হবে মনে
যায় না যেন একটু সময়
বৃথাই- অকারণে।।