যতীন যাচ্ছে সেন্টমার্টিন
মতিন যাচ্ছে ঢাকা
খুলনা যাচ্ছে রিন্টু-মন্টু
কথা-বার্তা পাকা!
আবুল যাচ্ছে নেত্রকোণা
বাবুল দিনাজপুরে-
কুয়াকাটা গিয়েই হাবিব
নামবে সমুদ্দুরে!
যশোর যাচ্ছে শিখা মণি
জামাল সোনারগাঁও
নাটোর যাবে চন্দ্রকান্ত
জানা আছে তা-ও!
সাজিদ যাবে চট্রগ্রামে
সিলেট যাবে রাফি
ওদের গপ্পো শুনে শুনে
আমি কেবল হাপি!
বাংলাদেশে কোথাও নাই
আমার প্রিয়জন
কই কাটাবো শীতের ছুটি
তাই ভাল নেই মন!
____________
ছড়া: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, লালমনিরহাট।