সেলফিবাবুঃ
আহো চাচা সেলফি তুলে
ফেসবুকে দেই ছেড়ে
কামাই তোমার হু হু করে
যাবেই যাবে বেড়ে!
চিনবো  সারা-বিশ্ব  তখন
নিঃস্ব মানুষ বলে-
উইড়া আইবো ডলার-পাউন্ড
তোমার ছাতার তলে।

ভিক্ষুকঃ
ডলার-পাউন্ড বাদ দে বাপু
চুক্তিতে আয় আগে-
আমার শুধু সেলফি নিতে
একশ ট্যাকা লাগে!
ভিডিওটা করলে লমু
পাঁচশ কইয়া রাখি
এই গরমে স্যুটিং করা
সহজ বিষয় নাকি?