স্বার্থে করি রূপের বদল
স্বার্থে টানি বোঝা
স্বার্থে চলে এপাশ ওপাশ
ভালো-মন্দ খোঁজা।

স্বার্থ নিয়ে সবাই চলে
স্বার্থ ছাড়া কেবা-
স্বার্থ নিয়ে রাজনীতি হয়
কিংবা জনসেবা!

স্বার্থ ঘিরে ঈমান আমল
স্বার্থে লেবাসধারী
স্বার্থ ছাড়া কেউ করে না
কোনই বাড়াবাড়ি!

স্বার্থে মিটিং স্বার্থে ফিটিং
স্বার্থে আগু-পিছু
স্বার্থ ছাড়া এই দুনিয়ায়
হয় নারে ভাই কিছু!

ছড়া : ১৪ নভেম্বর ২০২৪, লালমনিরহাট