চারদিকে- আগাছার বাড়!
বল দেখি কত স’বো আর?
নিড়ানীর খুব প্রয়োজন-
বড়ছে যে- অযাচিত ধার!
এসেগেছি খাদের কিনার!
আর কত দেবো বল ছাড়!
যেইটুকু দেহে আছে বল-
তাই দিয়ে- এবার উদ্ধার!
সময়টা- হয়ে গেলে পার-
অসময়ে কে যে হবে কার
মিছে হবে যত জারিজুরি
স্বার্থেরই এটা- সংসার!!