স্বার্থের ঢাকনা-
আছে চাপা,থাক না!
এই নিয়ে-
খেই হারা
তুই কেনো মাখনা?
অতি বাড় বাড়লে-
অতি সীমা ছাড়লে
সাঁই করে
ধাই করে
ছেটে দিবো পাখনা!
তাকবে না ফরফর
উড়াউড়ি নড়চড়
চুপচাপ
ঢুপঢাপ
সেই ছবি আঁক না।
কার যায় যাক না!
কেবা খায় খাক না!
বয়ে যা
সয়ে যা
কোন হাক-ডাক না!