দেশটা! সেতো মায়ের সমান
ভালোবাসার অতি
কেমন তর সন্তানে সেই
মায়ের করে ক্ষতি!
দেশের সম্পদ সবার, সেটার-
মালিক জনগণ
সরকার করেন সে সম্পদের
রক্ষণাবেক্ষণ
কি অভিলাষ মনে রেখে
তাতে লাগাও আগ
তোদের মানে লাগে না কি
এমন পাপের দাগ!
কার মদদে এতো কিছু ?
কে নাড়াচ্ছে কাঠি?
জাতি এখন হিসাবটা তার-
চাইছে পরিপাটি।
দোষী যারা তারাই যেন-
যোগ্য সাজা পায়-
বিনা দোষে কেউ যেন না
জেল-হাজতে যায়।
জড়িতরাই দেশদ্রোহী-
সন্দহ্ তাতে নাই
কঠিন থেকে কঠিনতর
সাজা ওদের চাই।