নতুন বছর- নতুন সাজে
স্বস্তি আসুক সবার মাঝে
ঘুচুক জরা-ক্লেশ
মনে বাজুক সুখের বাঁশি
সবার মুখে ছড়াক হাসি
হাসুক বাংলাদেশ!

স্বস্তি আসুক রাজনীতিতে
শান্তি ফিরুক সম্প্রীতিতে
হিংসা করো শেষ
যাক দূরে সব অহং-ঘৃণা
মনে বাজুক সুখের বীনা
আরজি করি পেশ!!

------------------------------------------------------------
প্রকাশিত :
https://epaper.dainikamadershomoy.com/2025/second-edition/01/02/page-08