পদে পদে শিক্ষা নিলাম
দীক্ষা তবু হলো না
রক্তে কেনা স্বাধীনতাও
সবার হয়ে রলো না।
বড়োবাবু- ছোটবাবুর
আত্মীয়রা সকলে-
স্বাধীনতার সুখ-সুবিধা
নিচ্ছে সবই দখলে!
কামড়ে-চুষে খাচ্ছে তারা
যখন যেমন ইচ্ছা যে
তুষ্ট থাকি আমরা শুনে-
স্বাধীনতার কিচ্ছা যে।।