স্বাধীনতা-
বাংলা গানের সুর;
তোমার জন্য পাড়ি দিলাম
রক্ত সমুদ্দুর!

স্বাধীনতা-
দোয়েলপাখির গান;
তোমার জন্য বিলিয়ে দিলাম
লক্ষ-হাজার প্রাণ!

স্বাধীনতা-
শাপলাফুলের হাসি;
তোমার জন্য জীবন বাজি
রাখতে ভালবাসি!