স্বাধীন দেশে-
আমরা স্বাধীন! তাই না?
তবুও কেন স্বাধীনতার-
একটু পরশ পাইনা!
মনের কথা বলবো কারে
হচ্ছি কুজো পরের ভাঁড়ে
বাধ্য হয়ে তল্পি টানছি
মোটে যেটা চাইনা।
দফায় দফায় রক্ত দিলাম
তবু তেমন- যেমন ছিলাম
অধিকারের প্রশ্ন উঠলেই
শুনছি শুধু নাই/না।