ছয় বছরের একটা খোকা
মায়ের সাথে থাকে
সারাটা দিন মা খোকাকে
বুকে আগলে রাখে!
সেদিন খোকা হঠাৎ করে
মাকে ডেকে বলে-
আমিও যাবো যুদ্ধে মাগো
দাদার মত চলে!
দাদার মতই চুপি চুপি
দেশ আমাকে ডাকে!
লাল-সবুজের অই পতাকা
বুকের মাঝে ধরে
সারাজীবন রাখবো আমি
চির আপন করে
শত্রুকে আর কেড়ে নিতে
দেবো না মা তাকে!