সুভাস ছড়াও ফুলের মত
নয়তো দেখাও শোভা
তোমার গুণে হয়ে উঠুক
সবাই মনলোভা।
নিজের প্রভা ছড়িয়ে দাও
গোটা জগতময়
দেখুক সবাই মানবজীবন
কেমন সেটা হয়।
ভেড়ার মত একশ বছর-
বাঁচার চেয়ে- ভালো
সিংহ হয়ে মাত্র দু’দিন
ছড়াও যদি আলো।
তোমার আলোয় পথের দিশা
খুঁজুক অন্ধজনে-
তবেই জীবন ধন্য তোমার
রেখো সদা মনে।