নন্দ দাশের মন্দ কপাল-
রেগে আগুন গিন্নি
হেসে কেনো বললো কথা
পাশের বাড়ির তিন্নি?
পাড়ায় এত লোক থাকতে
তোর সাথে কি মিনসে?
পাচ্ছে কোথায় নতুন জামা
পরছে প্রতিদিন সে?
পরিকয়া করবিরে তুই
থাকতে আমি জিন্দা
এই বয়সে লোক-সমাজে
ছড়িয়ে দিবি নিন্দা?
কদ্দিনের এই ইটিসপিটিস
ওরে খাটাস! দামড়া!
ঝাটা দিয়ে ঝেটিয়ে তোর
তুলে নেবো চামড়া!