দিনের শেষে রাত্রি আসে
রাতের শেষে দিন
নিপিড়নের সকল বিষয়
ধরে নিলাম ঋণ!
সুদ-আসলে ফেরত পাবেন
সুদের কারিগর
বাদ যাবে না- এখন যারা
ওনার অনুচর!
যাদের জন্য স্বাধীনতা
যাদের জন্য ভাষা
আকাশ কুসুম হবে তাদের
দাবিয়ে রাখার আশা।
সবাই তারা উঠবে জেগে
আসবে যখন ভোর
দেখবো তখন কোথায় থাকে
স্বৈরাচারির জোর!